শিরোনাম
খরিপ-২/২০২১-২২ অর্থবছরে প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় নাবী পাট বীজ উৎপাদনে কৃষি উপকরণ পেলেন ৩০ জন কৃষক।
বিস্তারিত
অদ্য লাকসামে নাবী পাট বীজ উৎপাদনে কৃষি উপকরণ পেলেন ৩০ জন কৃষক।
খরিফ-২/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাবী পাট বীজ উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব একেএম সাইফুল আলম মহোদয়। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী মহোদয়,কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম মহোদয়।